waterproofing
- Waterproofing is the treatment of a surface to prevent the passage of liquid water in the pressence of hydrostatic pressure. “Any system or material (s), which helps in preventing ingress of water into structures can be broadly termed as waterproofing.
বিল্ডিংয়ের কাঠামাে এবং কংক্রিটকে পানি ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে নিরাপদে রাখার জন্য কংক্রিটের উপর এক ধরনের পানি অভেদ্য পাতলা পর্দা বা আবরণ দেয়া হয়, যাহা পানিকে বিল্ডিংয়ের কনক্রিটের মধ্যে যে কোন পার্শ থেকে ভিতরে ঢুকতে বাঁধা সৃষ্টি করে, এর ফলে আভ্যন্তরিন কংক্রিট, লােহা ও ইট সম্পূর্ণ শুস্ক থাকে। এই পদ্ধতিকে Waterproofing বলে ।
DAMP-ROOFING
- Damp-proofing is the treatment of a surface to retard the absorption of moisture in the absence of hydrostatic pressure.
WATERPROOFING এর উপকারিতা
1
ওয়াটারপ্রুফিং ফাউন্ডেশন, কলাম, বীম, ছাদ, টয়লেটের ফ্লোর, বারান্দার ফ্লোর, সহ বিভিন্ন স্থানের কংক্রিটর ভিতরের লােহাকে মরিচার হাত থেকে রক্ষা করে, এর ফলে বিল্ডিং এর আয়ু কয়েকগুন বেড়ে যায় ।
2
বিল্ডিং এর ভিতরের সমস্ত কংক্রিট ও ইটকে ড্যাম্প মুক্ রাখে।
ওয়াটারপ্রুফিং এর কারণে রুমের ভিতরের আদ্রতা কম থাকে, যার ফলে রুমের ভিতরের কাঠের তৈরী আসবাবপত্র সহজে নষ্ট হয়না।
3
বিল্ডিং এর দেয়ালের ভিতর আদ্রতার কারনে চোখে দেখা যায় না এমন বিভিন্ন প্রকার ছত্রাক, ফাংগাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন রােগ জীবানু জন্মায়। যাহা আমাদের স্বাস্থের জন্য খুবই ক্ষতিকারক এর কারণে এজমা, গেটে বাত, সর্দি কাশি সহ বিভিন্ন রােগ বালাইর সৃষ্টি হয়। |
4
বিল্ডিং এর নিচের মাটি শুষ্ক রাখে, তাতে মাটি নিচ থেকে সরে যায় না, উপর থেকে কোনােভাবেই পানি লিক হয়ে নিচে যাওয়ার সম্ভাবনা নাই।
5
ওয়াটারপ্রুফিং এর কারণে রুমের ভিতরের আদ্রতা কম থাকে, যার ফলে রুমের ভিতরের কাঠের তৈরী আসবাবপত্র সহজে নষ্ট হয়না।
6
বিল্ডিংএর দেয়ালের রং দীর্ঘদিনে নষ্ট হবে না, দরজার চৌকাঠে পচন সৃষ্টি হয় না, | অন্যান্য লােহার তৈরী জিনিসে মরিচা পড়েনা, ফ্লোরের কার্পেট এর পচন সৃষ্টি হয় না, ইত্যাদি।
যদি WATERPROOFING না করা হয়





